প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

“গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সম্ভাবনার দ্বার খুলছে—গাবতলীর কাগইলে কৃষি বিভাগ মাঠে”

 মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামে গ্রীষ্মকালীন (খরিপ-১ মৌসুমে) ফুলকপি চাষে কৃষকেরা নতুন আশার আলো দেখছেন। এই সম্ভাবনাময় ফসলের উন্নত ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পরিদর্শন ও সরাসরি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। সম্প্রতি কৃষি কর্মকর্তারা মিরপুর গ্রামের কয়েকটি ফুলকপির জমি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা ফুলকপি চাষে সুষম সার প্রয়োগ, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, কীটনাশকের সঠিক ব্যবহার এবং পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ফুলকপি চাষে সফলতা পেতে কৃষকদের সঠিক প্রযুক্তি ও পদ্ধতি প্রয়োগের উপর জোর দেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। কৃষকরা জানান, এই মৌসুমে ফুলকপি চাষ করে ভালো লাভের আশা করছেন তারা। একজন কৃষক বলেন, “এ বছর প্রথমবারের মতো গ্রীষ্মকালে ফুলকপি চাষ করছি। কৃষি অফিস থেকে পরামর্শ পেয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী।” এ সময় কৃষি বিভাগ আশা প্রকাশ করে যে, সঠিক পরিচর্যা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ফুলকপি চাষে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে এবং এটি কৃষকের আর্থিক উন্নয়নে সহায়ক হবে। মাঠ পর্যায়ে এ ধরনের উদ্যোগ কৃষকদের উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন