প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানা ওসি কর্তৃক সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের প্রতিবাদে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায়- মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সাংবাদিক ওয়াহেদ ফকির কে গ্রেপ্তার করে সদর থানার (ওসি) এস এম মঈন উদ্দিন সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে। এর সাথে একশ্রেণির দালালও রয়েছে। ওসি মঈন উদ্দিন তাকে শুরু গ্রেপ্তারই করেনি সাংবাদিকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করে তার অপসরনরর দাবি করা হয়। এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, গোলাম রব্বানী শিপন, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, জিএম মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম রকেট। ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি,জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউ। উক্ত কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন