প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে বেতকাপা ইউপিতে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অ‌ভি‌যো‌গে তদন্ত অনুষ্ঠিত

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপিতে রোহিঙ্গা ও ভিন‌দে‌শি‌দের জন্ম-মৃত‌্যু সনদ দেয়ার অ‌ভি‌যো‌গে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকালে মা‌ঠেরহাটস্থ ইউনিয়ন পরিষদ ভবনে এ তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তকারী কর্মকর্তা হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, তদন্ত ক‌মি‌টির আহ্বায়ক উপজেলা সহকারি কমিশনার (ভূমি), আল ইয়াসা রহমান তাপাদার, তদন্ত ক‌মি‌টির সদস‌্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল্ল‌্যাহ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন। তদন্তটীম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী কর্মকর্তা আল ইয়াসা রহমান তাপাদার সাংবা‌দিক‌দের প্রশ্নের উত্তরে ব‌লেন, আমরা প্রাথ‌মিক ভা‌বে আজ তদন্ত ক‌রে‌ছি। পরবর্তী‌তে আবারও তদন্ত কর‌বো। এ সময় অত্র ইউ‌পির সদস‌্য-সদস‌্যাসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিগণ উপ‌স্থিত ছি‌লেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন