প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রামে অলি আহমেদ ডায়াগনস্টিক গুনবতী প্রিমিয়ার লীগ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

 মো: লুৎফুর রহমান রাকিব : চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “অলি আহমেদ ডায়াগনস্টিক গুনবতী প্রিমিয়ার লীগ “(GPL- 2025) এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মানবিক চিকিৎসক ডা. মঞ্জুর আহমেদ সাকি। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, কিং ফিশার কক্স বে লিমিটেডের চেয়ারম্যান ও ইস্টার্ন কেবলস ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন “বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ইউসুফ মেম্বার, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, ফেনী ডায়াবেটিস হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ নুরুন নবী। উক্ত খেলায় নাঙ্গলকোট উপজেলার ‘অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব’ কে হারিয়ে ‘কালিকাপুর তরুণ যুব সংঘ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন