প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দেওয়ানগঞ্জে বিজিবি কর্তৃক ২৫৪ গ্রাম হরিণের কস্তুরী একজন গ্রেপ্তার

 মোঃ শামীম মিয়া ,স্টাফ রিপোর্টার: দেওয়ানগঞ্জে বিজিবি কর্তৃক ২৫৪ গ্রাম হরিণের কস্তরী সহ ০১ জন আসামি গ্রেফতার করা প্রসঙ্গে। ক। আজ আনুমানিক ০৬০০ ঘটিকায় জামালপুর-৩৫ ব্যাটালিয়নের দেওয়ানগঞ্জস্থ বাঘারচর বিওপি কর্তৃক সীমান্তবর্তী দক্ষিণ মাখনেরচর গ্রাম থেকে ১ জন আসামি সহ ২৫৪ গ্রাম হরিণের কস্তরি (৬ পিস) উদ্ধার করা হয়। খ। গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত: মোঃ আবুল মতিন (৩৫)ূ পিতা মৃত আবুল কাশেম থানা: চিলমারী জেলা: কুড়িগ্রাম গ। বিজিবি কর্তৃক উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন