প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি

 মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন,ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন এর নরসিংদীর জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন । অদ্য ৫ মে সোমবার জেলা ও দায়রা জজ আদালত এর সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালত এর কর্মচারীরা। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন  নরসিংদীর জেলা জজ আদালত এর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির মোঃ গোলাম হোসাইন, মোঃ খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির।তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন