প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি

 মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন,ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন এর নরসিংদীর জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন । অদ্য ৫ মে সোমবার জেলা ও দায়রা জজ আদালত এর সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালত এর কর্মচারীরা। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন  নরসিংদীর জেলা জজ আদালত এর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির মোঃ গোলাম হোসাইন, মোঃ খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির।তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন