প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দেওয়ানগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন

 মোঃ শামীম মিয়া,স্টাফ রিপোর্টার: গুদামে গুদামে কৃষকের ধান,বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ,ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি।এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ গঞ্জ খাদ্য গুদামের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৫ মে দুপুরে উপজেলার খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার , মোঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ,শাহিনা আক্তার,ভারপ্রাপ্ত কর্মকর্তা , মহিউদ্দিন আতহার,খাদ্য পরিদর্শক, আমিনুল ইসলাম,উপ খাদ্য পরিদর্শক,টপি রানী সাহা , উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,সাগর আলী, শামীম প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন