
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ (০৫ মে সোমবার) বগুড়ার গাবতলীধীন সুখানপুকুর কেসবের পাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের যে ধরে বাড়িঘর ভাংচুর, স্বর্ণ লুটপাট, মারপিটে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় গাবতলী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামে মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামের মুকুল মিয়া ক্রয় কৃত জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল । উক্ত সম্পত্তি নিয়ে আদালত থেকে বিবাদীগণের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞ জারি হয়। গত ২ মে সকাল ১০.১০ মিনিটে বিবাদীগণ কোর্টের আদেশ অমান্য করে উক্ত জমিতে থাকা টিনের ঘর ভাংচুর করে। এতে মুকুল মিয়া ও তার পরিবারবর্গ নিষেধ করলে বিবাদীগণ আনিছা বেগব,মুকুল মিয়া,ইয়াকুব, মিলু, তহমিনা আক্তার কে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা অনিছা বেগমের গালায় থাকা স্বর্ণের চেন ও হাতের বালা নেয় যাহার মূল্য ২৫০০০০ হাজার টাকা, বাড়ির বারান্দার গ্রিল, জানালা, মেইন গেট ভাংচুর করে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আহতদের মধ্যে ইয়াকুব ও মিলুর অবস্থা আশঙ্কাজন তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ মে মুকুল মিয়ার স্ত্রী আনিসা বেগম বাদী হয়ে একই গ্রামের শফিকুল ইসলাম(৪৫) পিতাঃ মৃত ইব্রাহিম , আয়েশা বেগম(৩৮) স্বামীঃ শফিকুল, আলিফ(১৮) পিতাঃ শফিকুল, মিঠু(৪০), রজব(৩৫), শাকিল(৩০), মিদুল(৩৮) সর্ব পিতাঃ মোঃ মোজাম ,রমজান আলী(২৫)পিতাঃ মোতালেব, রায়হান(২০), পিতাঃ রঞ্জু সহ আর অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলার ব্যাপারে মুকুল এবং আনিশা বেগমের সাথে মুঠোফোনে কথা বললে তারা জানান অভিযুক্ত শফিকুল এক জন আওয়ামী লীগের কর্মী হওয়ায় স্থানীয় কিছু আওয়ামীলীগের দোশর তাদের এখনো ভিভিন্ন ভাবে প্রাণনাশের সে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। বর্তমানে বাদী আনিসার পরিবারের সদস্যগণ অনিরাপত্তাই রয়েছেন বলে জানান। তারা প্রশাসনের কাছে এই নেককারজনক ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান