প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থয়নে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি চারা ও বীজ বিতরণ!

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের মাঝে বিভিন্ন প্রকার সবজি চারা ও বীজ বিতরণ করা হয়েছে।জানা গেছে আজ ৪- মে (রোববার) সকাল ১০-০০ মিনিটে কামারগাঁ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম এর নিজস্ব অর্থয়নে, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের মাঝে বিনামূল্যে পেঁপে, মিষ্টি- কুমড়া, লাউ, পুইশাক ও মরিচ চারা ৫শত টি বিভিন্ন প্রকার সবজি বীজ (৩) তিন কেজি বিতরণ করেন।সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ জামিরুল ইসলাম বলেন; বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের বেশির ভাগ সদস্য / সদস্যা মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের, তাদের পরিবারক পুষ্টি চাহিদা রয়েছে যথেষ্ট, তাই আমি আমার নিজ চিন্তা-চেতনার অংশ হিসেবে বিনামূল্যে পেঁপে, মিষ্টি- কুমড়া, লাউ, পুইশাক ও মরিচ চারা ৫শত টি ও বিভিন্ন প্রকার সবজি বীজ (৩) তিন কেজি বিতরণ করেছি।এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানোর, রাজশাহী।এছাড়াও স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ, ব্যবসায়ী, সমাজকর্মী সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন