প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে ভোরের চেতনার জেলা প্রতিনিধি সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য করে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। ফেসবুকে দুই ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে তাকে অপমানিত করার চেষ্টা করেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ। শনিবার (৩ মে) সাংবাদিক সূর্য এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)। অভিযোগে জানা যায়, ২ মে শুক্রবার রাতে ‘জাতীয়তাবাদী যুবদল’ ও md rokon ফেসবুক আইডি থেকে ফারুক আহমেদ সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা এবং বানোয়াট পোস্ট করা হয়। সাংবাদিক সূর্য এই পোস্টটি দেখতে পেয়ে অভিযুক্তদের কল করে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন, কিন্তু তারা তা অস্বীকার করে এবং তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শাসিয়ে দেয়। সাংবাদিক সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সদর থানার ওসি তদন্ত বাদল কুমার অভিযোগের প্রাপ্তি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন