
নিজস্ব প্রতিবেদকঃ তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ হোসেন বিশ্বাসের কারামুক্তিকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে সাতক্ষীরা জেলা কারাগারের ফটকে এ সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা প্রদান করেন তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউদ্দীন গাজী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রার্থী ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, বিশিষ্ট সমাজসেবক আরিয়ান খান, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, শ্রমিক নেতা হাফিজুর রহমান, ফারুক হোসেন, আমিনুর রহমান, হোসেন আলী, ফারুক গাজী ও হযরত আলী খোকনসহ আরও অনেকে।কারামুক্তির পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে আলফাজ হোসেন বিশ্বাস বলেন, “আমি ১৯৯১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং ১৯৯৮ সালে জেলা শ্রমিক দলের সদস্য হই। মে দিবসকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগ হিসেবে প্রমাণের অপচেষ্টা চালিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, পাটকেলঘাটা বাসী ও শ্রমিক সমাজ জানে আমি কোন আদর্শে বিশ্বাস করি।”তিনি আরও বলেন, “আমি ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে সরাসরি রাজপথে ছিলাম। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল শ্রমিক ঐক্যবদ্ধ।”এই ঘটনায় তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।