প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে এক মহিলা গুরুতর আহত  থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে প্রতিপক্ষের মারপিটে এক মহিলা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সোন্দবাড়ি গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভার সুলতানগঞ্জ পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আলামিন হোটেলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া সোন্দাবাড়ী মৌজার ৮১,৮২ দাগে ২৪ শতক জমি ভোগ দখল করে আসছে। প্রতিপক্ষরা উক্ত জমি নিজের দাবি করে বসতবাড়ি নির্মাণ করছে। গত ৩ এপ্রিল দুপুরে আল আমিন ও তার বোন কল্পনা প্রতিপক্ষকে বাড়ি ঘর নির্মাণে বাধা দিলে কল্পনা বেগমকে বাঁশের লাঠি দ্বারা মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে পদ্মপাড়া গ্রামের মাহা আলমও মোহাম্মদ নাহিদকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন