প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল (৬০) বছর তিনি কহিত গ্রামের হাতেম আলী সরকারের বড় ছেলে। ও তাড়াশ পৌর শহরের বিশিষ্ট মিষ্টি ব্যাবসায়ি হাসিনুর রহমান (পক্কু)র বড় ভাই। আজ সকালে চিকিৎসার জন্য বগুড়া যাবার পথে গাবড় গাড়ি নামক জায়গায় মৃত্যু বরণ করেন। তিনি বিভিন্ন রকম শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কহিত বাজার ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন