প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

টমছমব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টাকালে যুবক আটক, শিশুকে উদ্ধার

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও তার পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত এক ফল ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাফিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে রাহাতকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর তোফায়েল আহমেদ বলেন, “ঘটনার সময় স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, যার ফলে অপহরণকারীর হাত থেকে শিশুটি রক্ষা পেয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া সাজিদ বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন