আজিজুল ইসলাম: মাগুরার মহম্মদপুর উপজেলাধীন পলাশবাড়িয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামের মানিক মিয়ার বাড়ির সামনে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর গাড়ীর চাপায় গুরুতর আহত হওয়া খর্দ্দফুলবাড়ি গ্রামের বাসিন্দা ওবায়দুর শেখ এর কিশোর পুত্র আবিদ(১১) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।নিহত আবিদ স্থানীয় খর্দ্দফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।স্থানীয়রা জানান খলিশাখালী গ্রামের নিজাম নামের এক ব্যক্তি অবৈধ এই গাড়ি দিয়ে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাটা ও অন্যান্য জায়গায় বিক্রি করছিলো। এলাকাবাসী এসব অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।