প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে স্ত্রীকে হত্যাকান্ডের ঘাতক তারেক ও মা হাসু বেগম গ্রেপ্তার

 মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর শিবপুর থানা পুটিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড ভরতের কান্দি গ্রামে গত ১৩ই এপ্রিল ২৫ ইং রবিবার স্বামীর তারেক মিয়ার বসতঘর হইতে স্ত্রী খাদিজার মরদেহ উদ্ধার করেন শিবপুর মডেল থানার পুলিশ। এর আগের দিন শনিবার দিবাগত রাত্রে কোন এক সময় স্ত্রী খাদিজা আক্তার( ৩৫) কে স্বামী তারেক মিয়া(৪০) (পিতাঃ নোয়াব আলী) হত্যা করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এ হত্যাকাণ্ডের ঘটনায় ডিজিষ্টের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার নং ১৬ /৪ /২০২৫ ইং এ হত্যাকান্ডের ১৪ দিনের মাথায় অদ্য ২৭/৪/২৫ ইং ঘাতক স্বামী তারেক মিয়া ,পিতাঃ নোয়াব আলী ও শাশুড়ি হাসু বেগম ( স্বামীঃ নোয়াব আলী )কে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্ত্বাবধানে এস আই ইসমাইল ও এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানার, আমানিয়া গ্রাম হইতে গ্রেফতার করতে সক্ষম হন। ঘাতক তারেক মিয়া তার স্ত্রীকে গামছা পেঁচিয়ে হত্যা করা সহ হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা অদ্য ২৮/৪/২৫ ইং সোমবার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। এছাড়াও তারেক মিয়ার নামে ডাকাতি সহ একাধিক মামলা চলমান রয়েছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন