প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা উপজেলায় যুব দলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলনে

 শংকর ঋষি ,সুনামগঞ্জ প্রতিনিধি: শাল্লা উপজেলাযুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন গত ২৬ ও ২৭ এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন করেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এই সংবাদ সম্মেলন করা হয়। সবাদ সম্মেলনে আলতাব হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৬ ও ২৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় শাল্লা যুবলীগের আহ্বায়ক তকবির হোসেনের ১৫ একর জমির ধান কেটে নেয়ার অভিযোগ এনে তার বিরূদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করা হয়। তিনি আরো বলেন, তকবির হোসেন আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এসব মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জান্নাচ্ছি। পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন, ডেবিল হান্টের আসামী তকবির হোসেন নিজেই নিজের জমি ধান কেটে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এছাড়াও ওইসময় শাল্লা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাঈদ হোসেন সাগর প্রকাশিত সংবাদ ও অভিযোগের নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন