প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

২নং বহেড়াতৈল ইউপিতে উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত

সখিপুর উপজেলার অন্তর্ভুক্ত বহেরাতৈল ইউনিয়ন পরিষদে চলিত (২০২৫-২০২৬) অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা রোজ:২৮.০৪.২০২৫ইং, সোমবার,সকাল ১১ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সুসম্পন্ন হয়েছে।উক্ত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানটি ইউপি চেয়ারম্যান মো:ওয়াদুদ হোসেনের সভাপতিত্বে সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানটি বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের আয়োজনে সঞ্চালনা করেন ইউপি সচিব আলমগীর।উল্লেখ্য,এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো:ওয়াদুদ হোসেন জানান,স্বতঃস্ফূর্তভাবে আইনের প্রতি শ্রদ্ধা এবং আমার নির্বাচিত এলাকার সাধারণ জনগনের প্রতি দায়বদ্ধতা ও আনুগত্য সাপেক্ষে উন্মুক্ত বাজেট করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন