প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণায় অভিযোগে আব্দুল মতিন নামে এক জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে শহরের চকদেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক ও ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তিনামা উদ্ধার করা হয়। আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন বলেন, পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান কার্যক্রমকে পুঁজি করে একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন নামে এক প্রতারক কনস্টেবল চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে মোটা অংকের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা হাতেনাতে গ্রেফতার করে। তিনি বলেন, পরে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যেখানে ভিকটিমের সঙ্গে প্রতারকের ১০ দশ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধেও সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন