প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সমকামিতার অভিযোগে প্রশ্ন – কে ঠিক, কে ভুল ?

 কে.এম. হাছান: ফরিদগঞ্জ উপজেলায় ভিন্ন ধর্মের দুই কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার পর সমকামিতার অভিযোগে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বী কিশোরী আরোহী (১৫) সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচিত হয় ফরিদগঞ্জের সকদিরামপুর তালুকদার বাড়ির মুসলিম কিশোরী রিতু মিয়ার (১৬) সঙ্গে। জানুয়ারিতে শুরু হওয়া এই পরিচয় দ্রুত বন্ধুত্বে রূপ নেয় এবং একে অপরের বাড়িতে যাতায়াত শুরু হয়। পরবর্তীতে তারা আবেগ নয়, বরং আন্তরিক ভালোবাসা থেকেই একে অপরের প্রতি টান অনুভব করে এবং গত ১৭ এপ্রিল নিজেদের ‘পরিণয় সূত্রে আবদ্ধ’ হওয়ার কথা স্বীকার করে। তবে তাদের এ দাবি প্রমাণে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এদিকে, আরোহীর পরিবার তার নিখোঁজ হওয়ার অভিযোগে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে আরোহীকে উদ্ধার করে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজের অভিযোগের ভিত্তিতে কিশোরী আরোহীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে কিশোরীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন