প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় বিবিসিএফ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বিষেশ প্রতিনিধি : দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়া দুই শতাধিক সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) আজ ২৬ এপ্রিল সকাল ১১ টায় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর প্রাণীবিদ্যা বিভাগের হলরুমে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিবিসিএফ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ এর পরিচালনায় উক্ত সভায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য ও বিবিসিএফ এর উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম ইকবাল, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত রহমান, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ড. হেলাল উদ্দিন মৃধা, সেভ দি ন্যাচার এন্ড লাইফ (রাজশাহী) এর সভাপতি মোঃ মিজানুর রহমান ইউসূফী, ওয়াইল্ড লাইফ লাভার্স (গাবতলী, বগুড়া) এর সভাপতি মোঃ মাসুম মিয়া, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি (সিংড়া, নাটোর) এর সভাপতি মোঃ আকতারুজ্জামান, জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (নওগাঁ) এর সভাপতি মোঃ সোহানুর রহমান সবুজ, স্যানো (কাহালু, বগুড়া) এর সভাপতি আহসান হাবিব তালুকদার রনজু, জীবন (নওগাঁ) এর সভাপতি ইউনুছার রহমান হেফজুল, নিরাপদ নওগাঁ এর সভাপতি সাখাওয়াত হোসেন, কানাইপুকুর পাখি কলোনী (জয়পুরহাট) এর সভাপতি মোহসেনা বেগম, মুক্তজীবন (রায়গঞ্জ, সিরাজগঞ্জ) এর সভাপতি দীপক কুমার কর, জীববৈচিত্র্য সুরক্ষা কেন্দ্র (নাটোর) এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জীববৈচিত্র্য সংরক্ষণ পরিষদ (বগুড়া) এর সভাপতি জাহেদুর রহমান, পরিবেশ ও প্রকৃতি আন্দোলন (সিংড়া, নাটোর) এর সভাপতি এমরান আলী রানা, ধলির বিল যুব সংগঠন (গাবতলী, বগুড়া) এর সভাপতি মোঃ রবিউল ইসলাম, নিপো (গাইবান্ধা) এর সভাপতি আহমাদ উল্লাহ, সিজিইডি (ঢাকা) এর সভাপতি মোঃ আব্দুল ওহাব ও দিনের আলো হিজরা সংঘ (রাজশাহী) এর সভাপতি মোহনা প্রমুখ। এছাড়া অনলাইনে জুম এ্যাপসে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ও বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রাটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, বিবিসিএফ এর উপদেষ্টা ড. নাসির উদ্দিন, সহ-সভাপতি শাহাবুদ্দিন মিলন, বিবিসিএফ কক্সবাজার কমিটির সভাপতি শামসুদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মিনার হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিসিএফ এর সভাপতি মোঃ জিয়াউর রহমান। সভায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত বিবিসিএফ এর প্রতিনিধি ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন