
মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলায় একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ। ‘বৈরিহরিনমাড়ী সমাজ কল্যান সংস্হা’ বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে. গোলজার সরকার রাজীবকে সভাপতি ও রিপন মিয়া সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ৪টায় উপজেলার বিশ্বরোড সংলগ্ন বৈরিহরিণমাড়ী গ্রামে অবস্হিত কমিটির সাবেক সভাপতি সাংবাদিক গোলজার সরকার রাজিব সভাপতিত্বে ও উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বপ্ন ছোঁয়া কিন্ডার গার্ডেন পরিচালক সাহাজান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল্লাহ সজীব,আনোয়ারুল ইসলাম এবং কোরআন তেলোয়াত শেষে নবগঠিত কমিটির হাতে দায়িত্ব অর্পণ করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আবু কাওসার,সহ-সেক্রেটারী গোলাম মোস্তফা ,কোষাধ্যক্ষ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক সাব্বির মিয়া ,প্রচার সম্পাদক আহম্মেদ রাজু, দপ্তর সম্পাদক শ্রী চন্দন সাহা, নারী উন্নয়ন সম্পাদক মোছাঃজুঁই আক্তার প্রমুখ।