প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুরে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি

মাটি মামুন রংপুর : রংপুরের মমিনপুরে বাড়ি পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রংপুর সদর ইউনিয়নের মমিনপুর মিলের পাড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জানা যায়,গত ১৪ এপ্রিল রাত ৪ টার দিকে  আনিছুর হকের বাসায় কে বা কাহারা আগুন দেন। এই ঘটনার কোন রকম তদন্ত ছাড়াই নিরপরাধ ৭ জনকে  আসামী করে মামলা করা হয়। তারা হলেন, রংপুর সদর উপজেলার মৎসজিবী দলের সদস্য সচিব,মেজবাউল হৃদয়, ৪নং ওয়ার্ড, মমিনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়াতাবাদী (বিএনপির) সাবেক সহ-সম্পাদক জাহেদুল ইসলাম, জাকারিয়া ইসলাম,শাহিন,রাজ্জাক, মুকুল, আপেলসহ অজ্ঞাতরা। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আনিছুর গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা ও তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন