প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইল জেলাধীন ০৮নং দিঘলিয়া ইউনিয়নের স্থানীয় সরকারের অনিয়ম দুর্নীতি

নড়াইল জেলাধীন ০৮নং দিঘলিয়া ইউনিয়নের স্থানীয় সরকারের অনিয়ম দুর্নীতি ঠেকাবে কে? প্রকাশ, শনিবার ১৪ অক্টোবর ২০২৩   খোদা দিঘলিয়া ইউনিয়নের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা তথ্য গোপন করে চালিয়ে যাচ্ছে প্রতারণার প্রকল্প। এবিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিক রহমত -ই- খোদা দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের কাছে তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিতে অনীহা প্রকাশ করেন, এবং তিনি বলেন লোহাগড়া উপজেলা অথবা নড়াইল জেলার ডিসি’র অনুমতি ছাড়া দেবেন না। এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। গোপন সুত্রে জানা যায়, ০৮নং দিঘলিয়া ইউনিয়ন ৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি দল চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এদিকে দিঘলিয়ার স্থানীয় জনসাধারণ স্থানীয় সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি জানিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। খোজ নিয়ে জানা যায়, দিঘলিয়া বাজার উন্নয়ন প্রকল্পে পুরানো ইট ব্যাবহার করছেন। একই সঙ্গে অর্থবছরের বাজেটের টাকা চেয়ারম্যান নিজের ইচ্ছা মতো প্রকল্প দেখিয়ে তুলে নিচ্ছেন তার বাহিনী দিয়ে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন