প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটা হাসপাতালে ডাক্তারের অবহেলা সহ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে

সাঘাটা প্রতিনিধিঃ জানাযায়, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন এর উত্তর দীঘলকান্দি চরের ছলিম উদ্দিন এর ছেলে ময়নুল ইসলাম ঢাকা থেকে বাড়ীতে এসে গত কয়েকদিন হলো জ্বর রোগে আক্রান্ত হওয়ার এক পর্যায়ে অদ্য ২৪ এপ্রিল অনুমান সকাল ১১ টায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।পরে, ঐদিন দুপুরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে গাইবান্ধা সদর হাসপাতালে রিফাট করে।পরবর্তী রোগীর লোকজন উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্য হাসপাতালের বাহীরে সিএনজিতে উঠানোর সময় তাকে মৃত্যু দেখতে পায়।সে সময় রোগী সাথে থাকা লোকজন ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসায় তাদের রোগীর মৃত্যু হয়েছে বলে কান্নাকাটি সহ ডাক্তারের উপর উত্তেজিত হতে শুরু করে। ।এ বিষয়ে সংবাদ পেয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে কর্তব্যরত চিকিৎসক সহ রোগীর লোকজনদের সাথে কথা বলে পরিবেশ শান্ত করেন।পরে, রোগী লোকজন লাশ নিয়ে দাপন কাঁপন উদ্দেশ্যে তাদের নিজ বাড়ীতে নিয়ে যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন