প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্ৰুপিং ও মেডিকেল ক্যাম্প

উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্ৰুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০:৩০ থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয় একটি ফ্রি ব্লাড ক্যাম্প।এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, যিনি এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপপরিচালক কিবরিয়া কাওছার এবং সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নিবেদিত স্বেচ্ছাসেবক ও রক্তদাতা সদস্যরা।গর্বের বিষয় হলো, আজকের আয়োজনে অংশ নিয়েছে সূর্য সৈনিক সেচ্ছাসেবী সংগঠন-এর সদস্যরাও। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল রাহাদ, আল মামুন, এবং শামিম আহাম্মেদ—যাঁরা ক্যাম্পে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।রক্তদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারীরা আবারও প্রমাণ করলেন—“যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা” এই বার্তা শুধু স্লোগান নয়, এটি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতিচ্ছবি।উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন সবসময়ই মানবতার পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে যুক্ত থাকা প্রত্যেক রক্তযোদ্ধা, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অতিথিদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন