প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোর সাংবাদিকের বাড়িতে গিয়ে হামলা মারধর লুটপাট দুইজন আসামিকে আদালতে প্রেরণ

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) সংগ্রামী  সভাপতি সাংবাদিক সোহানুল হক পারভেজের  ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৮ টায় পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন যোগীশো গ্রামের শীর্ষ সন্ত্রাসী নাইম(২৫) মজিবর (৪৫) সখিনা (৩৮)। তানোর মধ্যেপাড়া নিজ বাড়িতে পরিকল্পিতভাবে অটোরিকশাসহ আরো দলবলকে নিয়ে গতকাল বুধবার  ৮ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  এ নিয়ে তানোর থানায় অটোরিশকাসহ তিনজনকে আটক করেছে কিন্তু ১ জনসহ আরো আসামিরাও  পলাতক।  সাংবাদিক সোহানুল হক পারভেজ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময়, জাতীয় দৈনিক মানবজমিন এবং জিবি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধানের গুরুদায়িত্ব পালন করছেন। তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি. এস.সি)তিনি সভাপতি দায়িত্বশীল ব্যাক্তি। সোহানুল হক পারভেজ  জানান গতকাল সকাল  ৮টা ৩০ মিনিটে এ আমার নিজ বাড়ি তানোর মধ্যেপাড়া পরিকল্পিত হামলা চালিয়েছেন।  পাঁচান্দর ইউপির যোগীশো গ্রামের মজিবর(৪৫) নাইম(২৫) সখিনা (৩৮) তাদেরকে তানোর থানায় আটক আছেন অজ্ঞাতনামা আসামিরাও পালিয়ে আছে । সোহানুল হক পারভেজ আরও জানান,গতকাল সকাল  ৮ টা ৩০ আমার নিজ বাড়ি তানোর মধ্যে পাড়ায় হত্যার উদ্দেশ্য মেরে  ফেলার চেষ্টা করেন।ওসি মামলা নিয়েছেন এবং চিকিৎসা নিতে বলেন। তিনি আরো বলেন আপনি চিকিৎসা নেন অজ্ঞাতনামা আসামীদেরকে আটকের চেষ্টা চলছ এর দৃষ্টান্ত মূলক শাস্তি হবে।  এদিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান নুরে ইসলাম মিলন ।  নুরে ইসলাম মিলনের  স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রধান দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করায় তানোর থানার ওসি আফজাল হোসেনকে ধন্যবাদ   জানিয়েছে। পাশাপাশি আইনগত বা অন্য যে কোন সহায়তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন