প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলের এলেঙ্গায় মহিলা কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল কলেজ আঙ্গিনায় এ আয়োজন করা হয়।কর্মসূচীর মধ্যে ছিল রেলী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।রজতজয়ন্তী অনুষ্ঠান উদ্ভোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা, লুমান গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এলেঙ্গা পৌর প্রসাশক মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা,দাতা সদস্য সেকান্দর আলী লেবু।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর,এলেঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো,জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, কালিহাতী উপজেলা ছাতদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম।।অনুষ্ঠান পরিচালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাশিনাথ মজুমদার পিংকু।উল্লেখ্য যে, কলেজ প্রতিষ্ঠার পর থেকে প্রাত্তন শিক্ষার্থীরা স্মৃতি চারণমূলক বক্তব্য দেন।সকাল থেকেই রেলীতে অংশ গ্রহন,টমটম গাড়িতে ফটোসেশান সহ বর্নিল উৎসবেনতুন-পুরাতন শিক্ষক -শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন আনন্দে মেতে উঠেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন