প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

স্বনির্ভর বাংলাদেশের দায়িত্বে নতুন নেতৃত্ব: প্রতিষ্ঠানের আদর্শ পুনরুদ্ধারে দৃঢ় অঙ্গীকার

কামরুন তানিয়া: স্বনির্ভর বাংলাদেশ-এর নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর লালমাটিয়ার প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মো. নুরুল ইসলাম বাবু নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একইসঙ্গে এন এম রাশেদ সারোয়ার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বাবু তার বক্তব্যে সংগঠনটির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “স্বনির্ভর বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বপ্ন ও লক্ষ্য নিয়ে—দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। কিন্তু দুঃখজনকভাবে গত ১৬-১৭ বছর ধরে নানা অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতাসীন শাসকদের অপশাসনের ফলে এই প্রতিষ্ঠান তার মূল পথচ্যুত হয়েছে।” নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানকে পূর্বের গৌরবময় অবস্থানে ফিরিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নুরুল ইসলাম বাবু বলেন, “আমরা কোনো প্রকার দুর্নীতি, স্বার্থপরতা বা রাজনৈতিক সুবিধাভোগের জায়গা এখানে রাখতে চাই না। এই প্রতিষ্ঠানকে পুনরায় একটি জনকল্যাণমুখী ও স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে যা করণীয়, আমি তা দৃঢ়ভাবে করবো। কোনো চাপ বা ভয়ভীতিতে পিছপা হব না।” তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সবাইকে ঐক্যবদ্ধভাবে, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করতে হলে আমাদের নিজেদের মধ্য থেকেই পরিবর্তন শুরু করতে হবে।” অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য এক সংক্ষিপ্ত আপ্যায়নের আয়োজন করা হয়। স্বনির্ভর বাংলাদেশের নতুন কমিটি শিগগিরই একটি কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানা গেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন