প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর থলপাড়া ব্রিজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচি প্রকল্প উদ্বোধন

আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার: ২০ এপ্রিল ২০২৫ ইং রবিবার, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ৩নং ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে থলপাড়া গ্রামবাসীদেরকে নিয়ে থলপাড়া ব্রিজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচি প্রকল্প উদ্বোধন করেন টাঙ্গাইল – ৭ মির্জাপুরের সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদ আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।উক্ত_কর্মসূচিতে_আরও_উপস্থিত_ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার,উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, আমির হোসেন লেবু, যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ৩নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শহিদুর রহমান পাষাণ মৃধা ও সাধারণ সম্পাদক মো জুয়েল খান। আরও_উপস্থিত_ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ৩নং ফতেপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন