প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গাইবান্ধায় গ্রাম উন্নয়ন কর্ম এর আয়োজনে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- UNDP এর আর্থিক ও কারিগরি সহায়তায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন” (স্বপ্ন II) প্রকল্পের সুবিধাভোগীদের জীবিকা দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে দেশের ১২টি জেলায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ (😭 on Livelihoods skill Development Training) বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল (শনিবার) গাইবান্ধা জেলা প্রশাসনের বাস্তবায়ন সহযোগিতায় গাইবান্ধা জিইউকে ভেন্যুতে ৫দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলায় প্রকল্পের নির্বাচিত সুবিধাভোগীদের আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গাক’র সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরদার এর সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদ আল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা। প্রশিক্ষণ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সম্রাট আলী, লাইফ স্কিলস্ অফিসার, গাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, পিসি, ইএসডিও। সোনিয়া আক্তার, এফসি, গাক। প্রশিক্ষণে গাইবান্ধা জেলার ৫টি উপজেলার প্রানিসম্পদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা অধিদপ্তর ও সহযোগী সংস্থা ইএসডিও’র মোট ২৭জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন