প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা-২০২৫-এর মাঠ বিষয়ক পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

 সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : আজ ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ৮:০০ টায় রাজশাহীর জেলা পুলিশের পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা-২০২৫-এর মাঠ বিষয়ক পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এই নিয়োগ পরীক্ষার সভাপতি জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী দক্ষতা ও পেশাদারত্বের সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তা ছাড়া নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, পিপিএম (বার), পিএইচডি। এ নিয়োগ পরীক্ষার অন্যান্য দুই বোর্ড মেম্বার হলেন জনাব জয়ব্রত পাল , অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল নওগাঁ এবং জনাব শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল, নাটোর। মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহী; জনাব মোঃ কুদরতে-এ-খুদা শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) জনাব মোঃ খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার(চারঘাট সার্কেল) জনাব মীর্জা মো: আব্দুস ছালাম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন