গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল সকালে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর উভয় পক্ষই সাঘাটা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কামালেরপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমান এবং মোঃ সুলতান নামক দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিয়ে হাতাহাতি ও মারধরে গড়ায়।মোঃ সুলতান থানায় দায়েরকৃত অভিযোেগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে মোঃ লুৎফর রহমানসহ ১১ জন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা তাকে, তার ছোট ভাই মোঃ স্বপন মিয়াকে এবং ভাবি মোছাঃ দুলালী বেগমকে মারধর করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ধারালো ছোরা দিয়ে স্বপনের মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়, দুলালীর শ্লীলতাহানি করা হয় এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এমনকি সুলতানকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয় বলে দাবি করেন তিনি।অপরদিকে, মোঃ লুৎফর রহমান তার এজাহারে জানান, সুলতানসহ তার ভাই ও আত্মীয়রা পূর্ব পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এতে তার দুই ছেলে মোঃ খোরশেদ ও মোঃ ফুল মিয়া গুরুতরভাবে আহত হন। খোরশেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। লুৎফরের দাবি, হামলাকারীরা গালিগালাজ, মারধর এবং হুমকি দিয়ে তাদের এলাকা ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা চালায়।এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, উভয় পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, দুই পক্ষের অভিযোগ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে এই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।