
মাটি মামুন রংপুর : ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় মাথায় বেঁধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী। ১৮ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই মিছিল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা দাবি করেন, তাদের যৌক্তিক দাবি দীর্ঘদিন উপেক্ষিত হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছেজু নিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের হাইকোর্ট রায় বাতিল ও তাদের স্থায়ী চাকরিচ্যুতি। ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ। ডিপ্লোমা কোর্স ৪ বছর মেয়াদি রাখা এবং আধুনিক কারিকুলাম প্রণয়ন। উপ-সহকারী প্রকৌশলী পদে শুধু ডিপ্লোমা পাসদের জন্য আবেদনের সুযোগ এবং ১০ম গ্রেডে বেতন নিশ্চিত। কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ। কারিগরি শিক্ষা ব্যবস্থার নিয়োগবিধিমালা সংস্কার এবং একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট প্রকাশ। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক হাফিজুর রহমান বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে সারাদেশে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এখন আর গুলিতে মরতে ভয় পাই না। আমাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।শিক্ষার্থীরা অভিযোগ করেন,প্রশাসনের দীর্ঘসূত্রিতা এবং তালবাহানার কারণে তারা বাধ্য হয়েছেন ছুটির দিনেও আন্দোলনে নামতে। বাংলাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধভাবে প্রমোশন এবং বিতর্কিত নিয়োগ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। বিক্ষোভে রংপুর ছাড়াও অংশ নেয় ইমেজ, আইডিয়াল, রিট, আইইটি সহ একাধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।