প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মুন্সিরহাট বাজারের মমতাজ জুয়েলার্সের জাহাঙ্গীরের ৫০ লাখ টাকার জরিমানা

 মো : লুৎফুর রহমান রাকিব ,স্টাফ রিপোর্টার: কর ফাঁকি দিয়ে ধন-সম্পদের পাহাড় গড়া যেন এখন স্বর্ণ ব্যবসায়ীদের এক অলিখিত ট্র্যাডিশন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক পদক্ষেপে মমতাজ জুয়েলার্সের মালিক মোঃ জাহাঙ্গীর আলমকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে। কারণ, তিনি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়ে আসছিলেন। মমতাজ জুয়েলার্স কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে অবস্থিত। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এইসব স্বর্ণ ব্যবসায়ীরা হুণ্ডি ব্যবসার সঙ্গেও জড়িত। বৈধ ব্যাংকিং চ্যানেল ছাড়াই কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে মারাত্মক চাপ পড়ছে। এর চেয়েও ভয়াবহ অভিযোগ উঠেছে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেছে, এই ব্যবসার আড়ালে চলছে স্বর্ণ পাচার এবং এর বিনিময়ে ভারত থেকে দেশে প্রবেশ করছে মাদক। বর্তমানে বিষয়টি গভীরভাবে তদন্তাধীন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপরাধ কেবল অর্থনৈতিক নয়, সামাজিক নিরাপত্তার জন্যও হুমকি। স্বর্ণ ব্যবসার নামে এই কর ফাঁকি, হুণ্ডি ও মাদক-স্বর্ণ চক্র যদি এখনই রুখে না দেওয়া হয়, তবে তা ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে রূপ নিতে পারে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন