মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সম্প্রতি চৈত্র মাসের ৩ তারিখে কলিযুগের ‘নবদ্বীপ ধাম ‘নামে পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে মন্দিরে ভূমি পুজার মধ্য দিয়ে মন্দির উদ্বোধন করা হয়।মন্দিরের সভাপতি সুধান বর্মন বলেন,এখানে মন্দিরের জায়গায় ৭৬ শতাংশ জমি থাকলোও প্রয়োজনে পাশে জমি ক্রয় করে মন্দিরটি প্রসারিত করা হবে।উত্তরাঞ্চলের দৃষ্টি নন্দন মন্দিরের পরিকল্পনাকারি গ্রামের কৃতি সন্তান, সমাজ সেবক হরিদাস বাবু বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ কলি যুগের নবদ্বীপ ধামে ১৪৪ ধরনের বিভিন্ন দেব-দেবীর প্রতিমা দর্শনের মাধ্যমে সনাতনী ধর্মীয় কৃষ্টি-কালচার মিল বন্ধনের সেতু তৈরি হবে।এ ছাড়া অনেক দক্ষ কারিগর হাতের ছোঁয়ায় মন্দিরের জায়গায় বিভিন্ন ধরনের দেব-দেবীর প্রতিমা দর্শনের সুযোগ থাকবে। উত্তরোত্তর বৃদ্ধির জন্য সারি বদ্ধ জলের ফোয়ারর পাশে রয়েছে পুষ্পবটিকা।রয়েছে দারুন মনোরম বাগান। যত্নশীল পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মন্দিরটি স্থাপত্য শৈলী উত্তরাঞ্চলের সেরা মন্দির করার চিন্তা আমাদের রয়েছে । মন্দির উদ্বোধনের শুভক্ষণে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হরিদাস বাবু , মন্দির সভাপতি সুধান চন্দ্র বর্মন,সাধারন সম্পাদক সুভাষ বর্মণ,কোষাধ্যক্ষ সুধির মোহন্তসহ উদ্বোধনী অনুষ্ঠানে অনেক ভক্ত অংশগ্রহন করেন।