প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আত্রাইয়ে নানা কর্মসূচিতে নববর্ষ উদযাপন

সামসুজ্জামান সেন্টু (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলাবর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপজেলা চত্ত্বর থেকে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্বলিত সম্প্রীতির মহোৎসব “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে বাতাসা, গুরের মুরকি, কাঁচা মরিচ ও পেঁয়াজ, আলুভর্তা, মাছেরভাজি সহ পান্তা ভাত খাবার মহোৎসব চলে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতার আসরের পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, গম্ভীরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কামাল হোসেন, অফিসার ইনচার্জ(ওসি) সাহাবুদ্দীন, উপজেলা বিএনপি সভাপতি এস এম রেজাউল ইসলাম(রেজু), সাধারন সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট,ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, আফজাল হোসেন, খবিরুল ইসলাম, সম্রাট হোসেন,যুবদল আহবায়ক খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নিয়ামত আলী বাবু, উপজেলা জামাতের সেক্রেটারী তোজাম্মেল হক, নায়েবে আমীর ওসমান গনি, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ্য উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন