ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর গণসংযোগ জনসমুদ্রে পরিনত । আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসন তথা সাভার আশুলিয়াবাসী,,আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক মুহাম্মদ সাইফুল ইসলাম কে এমপি হিসাবে দেখতে চায়।তারই সুত্র ধরে সরকারে উন্নয়ন চিত্র তুলে ধরে তার নির্বাচনীয় এলাকায় হাজার হাজার মটর বাইক ও শত শত প্রাইভেট মাইক্রোযোগে,শনিবার ১৪ অক্টোবর বেলা ১১ টায় আশুলিয়ার বাইপাইল থেকে সাভারের আমিন বাজার ও চন্দ্রা মহাসড়ক জুড়ে লোকে লোকারণ্য হয়ে নৌকা নৌকা স্লোগানে মুখরিত করেন রাজপথ,পাশাপাশি সাইফুল ভাই সাইফুল ভাই সাইফুল ইসলাম ভাইয়ের বিকল্প নাই এমন স্লোগানে মুখরিত করেন ঢাকা ১৯ আসনের অলিগলি রাজপথ পাড়া মহল্লা।এসময় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মুহামম্মদ সাইফুল ইসলাম বলেন,দেশের উন্নয়ন করতে নৌকার বিকল্প কিছুই নাই,আসুন নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।ঢাকা ১৯ আসনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী,শ্রমীক অধ্যাসুতী আশুলিয়ায় বিপুল ভোট,বিএন পির প্রার্থীর সাথে পাল্লা দিতে হলে এ অঞ্চলের প্রার্থী খুব গুরুত্বপূর্ণ বিষয়।তার পরেও বলবো নৌকা যেখানে আমরা সেখানে,,জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন আমরা তার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।