প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

মাটি মামুন রংপুর : সারাদেশের মতো রংপুরও উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, সিটি বাজার থেকে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহার সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে, রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১১টা থেকে জমায়েত হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় হামলা নয়, শান্তি চাই, মুক্ত ফিলিস্তিন চাইসহ নানা স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মাহিগন্জ কলেজ, সরকারি কলেজ ছাত্রদল নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও সোমবার দিনব্যাপী রংপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবরোধ, সমাবেশ, প্রতিবাদ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন