প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গাজায় গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে হরতাল সহ বিক্ষোভ সমাবেশ পালিত

মোঃ ইউসুফ আলী ,দিনাজপুর প্রতিনিধি: স্বাধীনতাকামী গোষ্ঠী হমাস ও নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায়,দিনাজপুরের প্রতিটি উপজেলায় হরতাল সহ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। ৭ এপ্রিল (সোমবার) বেলা ১১টায় দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল,বিরোল, বোচাগঞ্জ,খানসামা সহ জেলার ১৩ টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল মুসলিম তৌহিদি জনতা সকাল ১১টা হতে দুপুর ১ টা পর্যন্ত হরতাল পালন সহ উপজেলার প্রধান শহর গুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন, এসময় বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সমাবেশ শেষে ইসরাইলের কুখ্যাত ইয়াহুদী বর্বর শাষক, নেতানিয়াহুড় প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও তার কুশপত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রতিবাদ ও সমাবেশে থেকে অবিলম্বে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন