প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেশকে রক্ষা করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই

দেশকে রক্ষা করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: রহমত প্রকাশ, শনিবার ১৪ অক্টোবর ২০২৩ দেশের দলবল নির্বিশেষে সকল সতন্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী জনতা এক হও চলমান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের শাসন আমলে ব্রিটিশ পুলিশের গুলি লক্ষ লক্ষ স্বাধীনতাকামী সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিলো। এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও সেই একই নিয়মে পুলিশের গুলিতে সাধারণ পথচারিরাও মারা যাচ্ছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নিরস্ত্র মানুষকে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো ব্রিটিশ সরকার। কমতালে ছাড়েনি পাকিস্তান সরকার, বাংলাদেশের সাধারণ নাগরিকদের গুম,খুন, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বঙ্গদেশের বাঙ্গালী জাতি স্বাধীনতা অর্জন করে জানি, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সফল হয়েছি আমরা পাকিস্তান শাসন বিরোধী গণআন্দোলন ও যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। আমরা বর্তমান সরকার শাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও স্বাধীনতা অর্জন করবো। সুখি সমৃদ্ধ অখণ্ড স্বাধীন সোনার বাংলা গড়তে চলমান অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে একদফা গণআন্দোলন গড়ে তুলতে দেশের সর্বস্থরের সাধারণ জনগণকে আহ্বান করছি। অখণ্ড বাংলার সতন্ত্র স্বাধীনতাকামী সংগঠন “বাংলা গণতন্ত্র ক্লাব” সব সময় শান্তির পক্ষে। তরুন সাংবাদিক ও সমাজসেবক রহমত -ই- খোদা’র হাত ধরে গড়ে উঠেছে “বাংলা গণতন্ত্র ক্লাব” আমরা একনায়কতন্ত্র সরকারের অনিয়ম দুর্নীতি বিরোধী একদফা গণআন্দোলনের সাথে সহমত পোষণ করছি। জয় বাংলাঙ্গীর জয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন