প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে দুই সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক গৃহবধূ।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় তানোর উপজেলার কামারগাঁ ইউপির লাহেড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী৫এপ্রিল শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার ও দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানোর উপজেলার কামারগাঁ ইউপির লাহেড়িপাড়া গ্রামের সালাউদ্দিনের স্ত্রী দুই সন্তান রেখে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।এতে তার স্বামীর সন্দেহ হওয়ায় তার স্ত্রীকে নিষেধ করে।কিন্তু তার কথা না শুনে বৃহস্পতিবার সকাল ১০টায় গোপনে ওই গৃহবধূ প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি।দুই সন্তানের জননীর ব্যবহৃত ০১৩২০৭১২২৫১ মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।স্থানীয়রা জানান,গৃহবধূর দুটি মেয়ে সন্তান রয়েছে।তার সুখের সংসারে দুই সন্তান রেখে পালিয়েছে গৃহবধূ।সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত সালাউদ্দিনের পরিবার।স্থানীয় করিম মেম্মার বলেন,যারা এ বয়সে দুই সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালায় তারা জীবনে সুখী হতে পারে না।মেম্বার করিম মন্ডল বলেন,তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী।এ ব্যাপারে তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর টাকা ও স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে গেছে মর্মে তার স্বামী অভিযোগ করেছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন