প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ট্রাফিক পুলিশের হয়রানি ও নীতিমালা প্রণয়ের দাবীতে এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পথসভা

মাটি মামুন, রংপুর:  সারাদেশে ট্রাফিক পুলিশের হয়রানি ও এ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়ের দাবীতে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে ৬ এপ্রিল ২০২৫ রবিবার দুপুরে  রংপুর নগরীর মেডিকেল মোড় হইতে কেন্দ্রীয় বাস টার্মিনাল,শাপলা মোড়,প্রেস ক্লাব হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  উত্ত পথসভা শেষ করেন।  এসময় রংপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি তারিকুল ইসলাম তারেক বলেন আগামী ১২ এপ্রিলের মধ্যে এ্যাম্বুলেন্স নীতিমালা ২০২৩ এবং ৭ দফা দাবী বাস্তবায়ন যদি করা না হয় তবে রংপুর সহ দেশব্যাপী এ্যাম্বুলেন্স ধর্মঘট ডাক দিবো। জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্স নীতিমালা ২০২৩ এবং এ্যাম্বুলেন্স আয়কর মুক্ত ঘোষনা, বানিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, টোলমুক্ত সহ ৫ দফা দাবী বাস্তবায়নে প্রধান উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও উপস্থিত ছিলেন,সহ সভাপতি-ইকবাল হোসেন সুজন,সহ সভাপতি মোস্তাফিজার রহমান শাহীন। সহসাধারণ সম্পাদক দুখু,সহ সাধারণ সম্পাদক মইদুল ইসলাম। হৃদয়,সাজ্জাদ খান ছটু, সুজন, ফরহাদ, ফাহাফুজার,সহ রংপুরের এ্যাম্বুলেন্স মালিক ও চালক নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন