প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রামে তাজমহল ও টাইমস স্কয়ায় হোটেলকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

 মো: লুৎফুর রহমান রাকিব, স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার হোটেল তাজমহল এবং হোটেল টাইমস স্কয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করে হোটেলসমূহের লাইসেন্স, খাবারের মান, অপরিচ্ছন্ন পরিবেশ অপরাধসমূহ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক হোটেল তাজমহল এ ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং টাইমস স্কয়ারে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই রকম অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন