প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ভুঞাপুর এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছরিয়ে থেকে ও জড়িয়ে আছি,২০১৫ ব্যাচের এই স্লোগান কে সামনে রেখে , টাঙ্গাইল ভুঞাপুর মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় নলছিয়া এসএসসি ২০১৫ ব্যাচের দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ শে মার্চ (রবিবার) ২৯ রমজান এ মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুবান্দর অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ২০১৫ ব্যাচের মোঃ মিজানুর সরকার (সাংবাদিক) এসএম জাবির, মোঃ সোলাইমান, রিংকু, শিপন, ইছারুল্লাহ, সুমন হাবিব ,লিমন ,ফরিদুল, ইসলাম, নাজমুল হাসান মামুন, সবুজ, মোস্তফা কামাল, শেখ কামাল, ইকবাল, ফজলু, জহিরুল, রুবেল সহ গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কর্মস্থলে কর্মরত বন্ধুরা ছাড়াও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আর এর উদ্যোক্তা ছিলেন এস এস সি ২০১৫ ব্যাচের মিজানুর সরকার ও এস এম জাবির।

এতে সকল বন্ধুদের উন্নতি সমৃদ্ধি মঙ্গল ও প্রয়াত বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করে ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মোনাজাত করা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মুক্তার হোসাইন

প্রতিবারের ন্যায় এবারও সিয়াম সাধনার এই মাসটি স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে আমাদের এই এসএসসি ২০১৫ ব্যাচের আয়োজন।

সিয়াম সাধনার এসএসসি ২০১৫ ব্যাচের , বন্ধুরা একত্র হতে পেরে আনন্দে অনুপ্রাণিত হয়েছে।

কিছু সময় বিশেষ কিছু মুহূর্ত স্মরণীয় রাখতে প্রতিবছর করে আসছি আমরা এ আয়োজন।

উল্লেখ্য টাঙ্গাইল ভুঞাপুর নিকরাইল মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় নলছিয়া এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলন মেলা, ইফতার মাহফিল, পিকনিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন