প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের লাগাম ধরবে কে

টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের লাগাম ধরবে কে?এ যেন দেখার কেউ নাই?  গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড কেরাণীটেক বস্তির মাদক সম্রাঙ্গী রাশি, তার বোন রাহিমা ও ছেলে রাজু গড়ে তুলেছে মাদকের সিন্ডিকেট এদের লাগাম ধরবে কে? এ যেন দেখার কেউ নেই? রাশি কেরানির টেক বস্তির মাদক সম্রাঙ্গী হিসাবে খুব পরিচিত,তার রয়েছে মাদকের বিশাল বড় সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এছাড়াও রাশি তার বোন রাহিমা ও ছেলে রাজু ফিটিং বানিজ্যের নামে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাশি তার বোন রাহিমা ও ছেলে রাজু মানুষকে মাদক দিয়ে প্রশাসনের হাতে ধরিয়ে দেয় এবং সেখান থেকে মোটা অংকে টাকা নেয়। এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি জানায় রাশি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এই মুহূর্তে তাদের লাগাম টেনে না ধরলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বললে সাহস পাই না। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর চলে অত্যাচার।তাই এলাকাবাসীর দাবি এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন