প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর সাংবাদিক ফোরাম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর সাংবাদিক ফোরাম এর উদ্যোগে অদ্য ২৭ মার্চ২০২৫ ইং শুক্রবার আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি নরসিংদীর জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় । নরসিংদী সাংবাদিক ফোরাম এর সভাপতি জাতীয় দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুল হক ভুঁইয়ার সভাপতিত্বে নরসিংদীর সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদীর শিবপুর প্রেসক্লাব এর আহ্বায়ক মোঃ কামাল হোসেন প্রধান (দৈনিক কলম যোদ্ধা জেলা প্রতিনিধি নরসিংদী)উপস্থিত ছিলেন নরসিংদীর বিভিন্ন সাংবাদিক সংগঠন এর নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তৃতাগন বলেন,নরসিংদী সাংবাদিক ফোরাম এর গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকীর সম্মুখীন হতে হয়, যদি নরসিংদী জেলার সকল সংবাদ কর্মী একই সংগঠন এর ছায়া তলে মেয়ের পক্ষে কাজ করতো তাহলে এই সমস্যার সম্মুখী হতো না, জেলার সিনিয়র সাংবাদিক সহকর্মী বড় ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি সকল সংবাদকর্মীদেরকে একই ছায়াতলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা প্রকাশ করেন শিবপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।দোয়া পরিচালনা করেন মোঃ আরিফুর ইসলাম,খতিব ও ঈমাম জেলা পরিষদ মসজিদ, নরসিংদী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন