প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: ২৮ মার্চ ২০২৫ ইং ২৭ রমজানে রোজ শুক্রবার মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ঊয়াশী মাজেদা নেছা হাফেজিয়া মাদ্রাসায় কুরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি জনাব সাংবাদিক সাঈদ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুর রাজ্জাক খান রানা প্রতিষ্ঠাতা পরিচালক গুলশান কমার্স কলেজ এর পক্ষে উপস্থিত ছিলেন তার বড় ভাই গোলাম মোস্তফা খান সম্রাট বিশিষ্ট সমাজ সেবক । ধন্যবাদান্তে ছিলেন আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাব ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মহিদুল ইসলাম মহিদ বিশিষ্ট ব্যাংকার আন্তর্জাতিক উপদেষ্টা মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাব। , মোহাম্মদ শরিফুজ্জামান খান মিনার বিশিষ্ট সমাজ সেবক ।লুৎফর রহমান খান মান্নান ও ময়নাল হক খান বিশিষ্ট সমাজসেবক । ফিরোজ আল মামুন পরিচালক বাংলা ট্যালেন্ট টিভি । মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচালক মির্জাপুর আই কেয়ার সেন্টার । এছাড়াও মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের একঝাঁক তরুণ সাংবাদিক এবং মাদ্রাসার কোরআনের পাখিগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণীজন এ সময় উপস্থিত ছিলেন । আগত অতিথিগণ তাদের বক্তব্যে এত সুন্দর আয়োজনের জন্য মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন