প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

তোহফা ফর ম্যানকাইন্ডস এর সেহরি ইফতার সহ নানাবিধ মানবিক কর্মসূচি অব্যাব্যহত

দেশ ও দেশের বাহিরে তোহফা ফর ম্যানকাইন্ডস এর সেহরি ইফতার সহ নানাবিধ মানবিক কর্মসূচি অব্যাব্যহত আছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা সাভার উপজেলা শাখার পক্ষ হতে পবিত্র মাহে রমজান কে কেন্দ্র করে ছিন্নমুল, দুস্থ অসহায় মানুষ ও সাধারণ পথিক ৫শতাধীক রোজাদারদের মধ্যে রোজা পালনের জন্য সেহরি বিতরণ সহ প্রায় ২শতাধিক রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফীল অনুষ্ঠিত হয়। উক্ত সেহরি বিতরণ ও ইফতার মাহফিলটি মওলানা মেহেদী হাসান এর নেত্রীত্বে মোঃ আলমগীর হোসেন, মোঃ মনির হোসেন,মোঃ মনিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ কালু মিয়া,মোঃ কাবিল মিয়া,মোঃ তানিম হোসেন সহ আরও কিছু মানবিক তোহফা ফর ম্যানকাইন্ড সাভার শাখার সদস্যদের সার্বিক তত্বাবধানে সেহরি বিতরণ ও ইফতার মাহফীল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তোহফা ফর ম্যানকাইন্ড এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা সাইফুল ইসলাম বারী এর স্লোগান হারামের কোটি নয় হালাল এর এক চাই মূলত সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বাংলাদেশের মতো ঢাকা জেলা সাভার উপজেলা শাখার উদ্যোগেই এমন মানবিক কাজে এগিয়ে এসেছে সাভারের একদল স

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন