প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জ দুস্থদের মাঝে আলাউদ্দিন আল মামুনের শাড়ি-লুঙ্গি বিতরণ

মো শামীম মিয়া , দেওয়ানগঞ্জে :পৌরসভার ৩ নং ওয়ার্ডে অসহায়-দুস্থ ২৫০ জন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনের অর্থায়নে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। কালিকাপুর , মাটিয়া খুলা,ফকির পাড়া, মিস্ত্রি পাড়া, চর কালিকাপুর, উত্তর কালিকাপুর , ব্যাপারীপাড়া গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলাউদ্দিন আল মামুন বলেন, আমার জন্ম ও বড় হওয়া এই ৩নং ওয়ার্ডেই। আমি এই এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবো। ঈদ এলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাধ্যমতো ঈদসামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করি। শীত ও দুর্যোগেও আমার কার্যক্রম অব্যাহত থাকে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন